ক্যান্সার জয় করলেন ‘পরদেশ’ খ্যাত অভিনেত্রী মহিমা চৌধুরী। তাঁর ক্যান্সার আক্রান্ত হওয়ার খবর অনুরাগীদের থেকে গোপন রেখেছিলেন তিনি। বৃহস্পতিবার বিষয়টি প্রকাশ্যে আনেন বর্ষীয়ান অভিনেতা অনুপম খের। এদিন তিনি টুইটারে একটি ভিডিও পোস্ট করেন।

সেই ভিডিওতে দেখা যাচ্ছে, মহিমাকে তাঁর ক্যান্সার জয়ের জার্নি নিয়ে প্রশ্ন করছেন অনুপম। ভিডিওটি পোস্ট করে এই বর্ষীয়ান অভিনেতা লিখেছেন, ‘এই হল মহিমা চৌধুরীর ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ের গল্প। গত মাসে আমার একটা ছবিতে অভিনয়ের জন্য ওকে আমেরিকা থেকে ফোন করি। তখনই জানতে পারি, ও স্তন ক্যান্সারে আক্রান্ত।’

সম্প্রতি অনুপম তাঁর নতুন ছবি ‘দ্য সিগনেচার’-এর ঘোষণা করেছেন। উল্লেখ্য, ওই ভিডিওতে মহিমা জানান, এই ছবির একটি চরিত্রের জন্য প্রায় এক মাস আগে তাঁর কাছে অনুপমের ফোন আসে। ‘আমি তখন হাসপাতালে। ওয়েব সিরিজের অফার আসছে, এদিকে আমি সবাইকে না বলে দিচ্ছি। কারণটাও কাউকে বলিনি। কিন্তু আপনি জোর করেছিলেন, চরিত্রটা করতেই হবে।’

আসলে তখনও মহিমা তাঁর ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবরটি অনুপমকে দেননি। এই বর্ষীয়ান অভিনেতা তাঁকে অভিনয় করার জন্য বার বার অনুরোধ করায় পরচুলা পরে শ্যুটিং করতে পারবেন কি না অনুপমের কাছে জানতে চান তিনি। তখনই এই অভিনেতার কাছে বিষয়টি স্পষ্ট হয়ে যায়। উল্লেখ্য, চিকিৎসার পর মহিমা এখন সম্পূর্ণ ক্যান্সার মুক্ত। এমনকী, অনুপমের সঙ্গে ছবির শ্যুটিং শুরু করেছেন তিনি।