বাংলাদেশ আইসিসি বিশ্বকাপ সুপার লিগে ১৮ খেলায় ১২০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে। পেছনে থাকা বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড ১৭ ম্যাচে ১১৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে রয়েছে। বাংলাদেশের সাথে ইংল্যান্ডের পয়েন্টের ব্যবধান মাত্র ৫। আর মাত্র কয়েক ঘন্টা পর এক ম্যাচ জিতলেই বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট টেবিলে বাংলাদেশকে সরিয়ে শীর্ষে বসবে ইংল্যান্ড।

আজ নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে নামছে ইংল্যান্ড। নেদারল্যান্ডসকে হারাতে পারলেই, বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখলে নিবে ইংলিশরা।

উল্লেখ, নেদারল্যান্ডসের মাঠ আমস্টেলভিনে বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে তৃতীয় ও শেষ ওয়ানডে।