শ্রীলঙ্কা ও মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনালে ওঠা বাংলাদেশ অনূর্ধ্ব -১৭ ফুটবল দল ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হয়েছে ভারতের। সাফ অনূর্ধ্ব -১৭ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে ভারতের বিপক্ষে হেরে গেছে বাংলাদেশ, ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ।

কলম্বোয় সোমবার (১২ সেপ্টেম্বর) ভারতের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে আগের দুই ম্যাচের মতো প্রাধান্য বিস্তার করে খেলতে পারেনি বাংলাদেশের ছেলেরা। বরং ম্যাচে আক্রমণে এগিয়ে ছিল ভারতই। একের পর এক সুযোগ মিস করেছে ভারতের যুবারা। বিপরীতে বাংলাদেশ পারেনি তেমন কোনো পরিষ্কার সুযোগ তৈরি করতে।

এর আগে প্রথম ম্যাচে স্বাগতিক নেপালের বিপক্ষে জয় দিয়ে আসরের শুভসূচনা করে লাল সবুজের প্রতিনিধিরা। দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকে ৫-০ গোলে বিধ্বস্ত করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করে পল স্মলির শিষ্যরা।

সাম্প্রতিক সময়ে ভারত বাংলাদেশ মাঠের লড়াই মানেই ভক্তদের মাঝে বাড়তি উত্তেজনা। তাদের কাছে বেশ কয়েকবার তীরে এসে তরি ডুবেছে বাংলাদেশের। হয়েছে স্বপ্নভঙ্গ।