বাংলাদেশ তায়কোয়ানদো ফেডারেশন এর সার্বিক ব্যবস্থাপনায় নেপালের পোখাড়া শহরে ২২-২৫ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য “১ম মাউন্ট এভারেস্ট জিসিএস ইন্টারন্যাশনাল ওপেন তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপ-২০২২” প্রতিযোগিতায় অংশগ্রহন করবে।

২৩ (তেইশ) সদস্যের বাংলাদেশ তায়কোয়ানদো টিমের পুমসে দল আজ ২১ সেপ্টেম্বর সকাল ৯.৪৫ মিনিটে বাংলাদেশ বিমান যোগে নেপালের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে। উক্ত ইভেন্টে হেড অব টিম হিসেবে থাকবেন মাহমুদুল ইসলাম রানা, টিম ম্যানেজার জনাব পলাশ মিয়া এবং টিম কোচ হিসেবে জনাব লি জুসাং দলের সাথে থাকবেন। এবং “৩য় মাউন্ট এভারেস্ট আন্তর্জাতিক ওপেন তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপ-২০২২ (WT-G2)” অংশগ্রহনের লক্ষ্যে ০৭ (সাত) সদস্যের বাংলাদেশ তায়কোয়ানদো টিমের ফাইটিং দল আগামী ২২ সেপ্টেম্বর ২০২২ইং তারিখ সকাল ৯.৪৫ ঘটিকায় বাংলাদেশ বিমান যোগে নেপালের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন এবং উক্ত ইভেন্টে হেড অব টিম হিসেবে মাহমুদুল ইসলাম রানা, টিম কোচ জনাব মোসলেম মিয়া দলের সাথে থাকবেন। প্রতিযোগিতা শেষে বাংলাদেশ তায়কোয়ানদো দল আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর-২০২২ তারিখে ঢাকায় প্রত্যাবর্তন করবেন।