নারী এশিয়া কাপের আসরে হোম গ্রাউন্ড খ্যাত সিলেট ভেন্যুতে খেলছে বাংলাদেশের নারী ক্রিকেট দল। কিন্তু নিজেদের চেনা-জানা পরিবেশ আর উইকেটের সুবিধা নিতে ব্যর্থ দলটি। প্রথম ম্যাচে ৯ উইকেটে জয় পেয়েছে সহজ প্রতিপক্ষের বিপক্ষে। কিন্ত পরের ম্যাচেই লজ্জা জনক ভাবে পাক নারী দলের বিপক্ষে ৯ উইকেটে হার হজম করেছে নিগার সুলতানার দলটি।
আজ সিলেট ভেন্যুতে অনুশীলন পর্ব থাকলে শেষ মূহুর্তে তা বাতিল করা হয়। আজ কোন অনুশীলন না করে দলটে হোটেলেই ছিল বলে জানা গেছে। কালও কোন ম্যাচ নেই নিগারদের। কাল ৫ অক্টোবর দুপুরে একটি মাত্র ম্যাচ সিডিউলে রাখা হযেছে। পর দিন ৬ অক্টোবর দুই ম্যাচ, দুপুরে মালেশিয়ান নারী ক্রিকেটে দলের মুখোমুখি হবে বাংলাদেশ। আর ৭ অক্টোবর বাদ দিয়ে ৮ অক্টোবর ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
পয়েন্ট টেবিলে বাংলাদেশ ২ ম্যাচে ১ জয় আর ১ হারের ৪র্থ অবস্থানে। সেমিতে যেতে টিকিট হাতে পেতে হলে কমপক্ষে ৪টি ম্যাচে জয় পেতেই হবে। সে হিসেবে ভারতের বিপক্ষে জয় হয়তো কঠিন মিশন। কিন্তু মালেশিয়া আর আমিরাতের মেয়েদের বিপক্ষে জয়ের কোন বিকল্প নেই নিগার সুলতানাদের।
যদি পাক দলের বিপক্ষে ৯ উইকেটে হারের পর আগে রাতের বৃষ্টি আর উইকেটের চরিত্রকে দায়ী করা হযেছে। এমনকি পাক দলের এক ক্রিকেটার তো সংবাদ সম্মেলেনে বলেই দিলেন, ’এটা টি২০-র জন্য আদর্শ উইকেট না।’ এমনকি ম্যাচ চলাকালেও বৃষ্টি হানা দিয়েছিল। সব কিছু মিলিয়ে হারের একটটা অজুহাত ছিল বাংলাদেশের মেয়েদের কাছে। কিন্তু ৮ অক্টোবর ভারতের বিপক্ষে আর ১০ অক্টোবর সকালে লঙ্কান মেয়েদের বিপক্ষে পরিষ্কার হয়ে যাবে বাংলাদেশের ‘উইকেট’ সমস্যার বক্তব্য কতটা বাস্তব। এই দুই ম্যাচেই বোঝা যাবে নিগার সুলতানাদের আসল যোগ্যতা। এর আগ অবদি কিছু বলাটা যৌক্তিক হবে না।