বিসিবি নিজেদের পাইপ লাইনের ক্রিকেটারদের ঝাঁলিয়ে নিতে ভারত সফরে পাঠাচ্ছে। বিসিবি ভারতের চেন্নাইয়ে দুটি চারদিনের ও তিনটি একদিনের ম্যাচ খেলতে একাদশ ঘোষণা করেছে দুই দিন আগেই। কাল দল দেশত্যাগ করবে, এর আগে আজ ছিল বিসিবি একাদশের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন।  বিসিবি একাদশ দলটি ৯ অক্টোবর দেশত্যাগ করার আগে আজ মিরপুরে কোচ-অধিনায়ক-নির্বাচক সহ আজ সংবাদ সম্মেলন করে নিজেদের বক্তব্য তুলে ধরে। দলটি ফিরবে ১ নভেম্বর।

আজ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভির আহমেদ টিটুও উপস্থিত ছিলেন। চেন্নাইতে তামিলনাড়ু একাদশের বিপক্ষে দুটি চারদিনের ও তিনটি একদিনের ম্যাচ খেলার উদ্দেশ্য প্রসঙ্গে দলের অধিনায়কত্ব মোঃ মিঠুন বলেন,’আমাদের যারা রানে নেই তাদের মুলত রানে ফেরানো ও ফর্ম ঠিক করার একটা মিশন এটা।’

বিসিবি নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন,’বিসিবির পাইপ লাইনের খেলোয়াড়দের অনেকেই অফর্মে থাকে। তাদের একটা মঞ্চ তৈরি করার চেষ্টা এটা। এতে করে দুই দলই উপকৃত হবে।’

১২-১৫ অক্টোবর ১ম চারদিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে। ১৯-২২ অক্টোবর দ্বিতীয় চারদিনের ম্যাচ। এরপর একদিনের ম্যাচের প্রথমটি হবে ২৭, দ্বিতীয়টি ২৯ আর শেষ-টি অনুষ্ঠিত হবে ৩১ অক্টোবর।

চার দিনের ম্যাচের জন্য স্কোয়াড :

মোঃ মিঠুন (অধিনায়ক), শাদমান ইসলাম, সাইফ হাসান, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, আনামুল হক বিজয়, তৌহিদ হৃদয়, জাকের আলী অনিক, নাঈম হাসান, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম মুগধ, মোঃ আনামুল হক। হক।

একদিনের ম্যাচের জন্য স্কোয়াড :

মোঃ মিঠুন (অধিনায়ক), সাইফ হাসান, আনামুল হক বিজয়, নাইম শেখ, মাহমুদুল হাসান জয়, শামীম পাটোয়ারী, তৌহিদ হৃদয়, আকবর আলী, তানভীর ইসলাম, শাক মেহেদী হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী, রিপন মন্ডল, মুকিদুল ইসলাম মুগধ, রিশাদ হোসেন, মো. রেজাউর রহমান রাজা