নারী এশিয়া কাপের সেমি ফাইনাল কাল। সেমিতে নেই বাংলাদেশ, ভাগ্যে সাহায্যে থাইল্যান্ড সেমি ফাইনাল খেলবে ভারতের বিপক্ষে।  কাল ভারতের বিপক্ষে থাইল্যান্ডের সেমির মিশন সকালেই অনুষ্ঠিত হবে।

যেহেতু বাংলাদেশ বৃষ্টির কারণে শেষ ম্যাচে মাঠেই নামতে পারেনি, তাই ১ পয়েন্ট বেশি নিয়ে থাইল্যান্ড সেমিতে। সকলের দৃস্টি এই থাইল্যান্ড নারী ক্রিকেট দলের দিকে। এর আরো একটি কারণ আছে, গ্রুপ ম্যাচে এই থাই নারী ক্রিকেট দলই শক্তিশালী পাক নারী ক্রিকেট দলকে হারিয়ে বিশ্ব ক্রিকেটকে চমকে দিয়েছিল।

সেই থাই নারী দল কাল সকালে ৫ বারের শিরোপা জেতা ভারতের বিপক্ষে খেলবে, আগ্রহতো একটু থাকবেই। সকালেই থাই নারী ক্রিকেট দল অনুশীলনে নেমে পড়ে। তবে নামার আগে থাই নারী ক্রিকেট দলের অধিনায়ক জানিয়ে গেলেন, তারা কল্পনাও করেনি সেমিতে খেলবে। তারা তো দেশে ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছিল। দলের অন্যতম সদস্য চানথাম জানালেন তাদের মিশন আর ভিশনের কথা।

দলের অন্যতম সদস্য চানথামের কাছে জানতে চাওয়া হয় সেমিতে খেলার অনুভূতিটা কেমন? বলেন, আসলে এভাবে আমরা সেমিফাইনাল খেলব, সেটা কল্পনাও করিনি। আমাদের অনুভূতি বলে বোঝানো যাবে না। আমরা তো দেশে ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আমরা সেমিতে খেলবে এটা তো আমাদের হিসেবের বাইরেই ছিল। তবে কন্ডিশনের উপর তো কারো হাত নেই। বাংলাদেশের  জন্য খারাপ লাগাটা স্বাভাভিক।’

ভারত প্রসঙ্গে জানতে চাইলে বলেন, ‘ভারত শক্তিশালী দল, আমরা জানি। আমরা ক্রিকেটে খুব বেশি দিনের না। দিন দিন থাই নারী ক্রিকেট উন্নতি করছে। কাল সেমিতে আমরা আমাদে সেরাটা দিয়েই চেষ্টা করব।’