পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর বার্ষিক বনভোজন ও আলোচনা অনুষ্ঠান গাজীপুর মহানগরীর পূবাইল রিসোর্ট ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি ও পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার। শনিবার পিবিআই এর গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, পিবিআই গাজীপুর জেলা’র পৃষ্ঠপোষকতায় ও সহযোগিতায় এ বনভোজন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন ক্রীড়া পর্বে অংশগ্রহণকারী বিজয়ী অতিথিদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি বনজ কুমার মজুমদার। অনুষ্ঠানে ডিআইজি (পূর্বাঞ্চল) মোর্শেদুল আনোয়ার খান ও ডিআইজি (পশ্চিমাঞ্চল) মিরাজ উদ্দিন আহম্মেদসহ বিভিন্ন পদমর্যাদার উর্ধ্বতন কর্মকর্তাগন স্বপরিবারে উপস্থিত ছিলেন। পরে মনোমুগ্ধকর সাংস্কৃতিক কার্যসূচীর মাধ্যমে পারিবারিক এ মিলন মেলার সমাপ্তি ঘটে।