অস্ট্রেলিয়ার মরডাচ ইউনিভার্সিটি ও সিএসআইআরও এর ১১ সদস্যের একটি প্রতিনিধি দল রবিবার গাজীপুরস্থিত বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেছেন। প্রতিনিধি দলটি বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার এবং বারি’র বিজ্ঞানীদের সঙ্গে মহাপরিচালকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় মত বিনিময় করেন। সভায় মাল্টিমিডিয়া প্রদর্শনের মাধ্যমে ইনস্টিটিউটের বিভিন্ন কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য তুলে ধরা হয়। পরে তারা ইনস্টিটিউটের আইপিএম ও টক্সিকোলজি ল্যাব, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের হাইড্রোপনিক ল্যাব, কন্দাল ফসল গবেষণা কেন্দ্রের এরোফনিক ল্যাব, ফার্ম মেশিনারি এন্ড পোস্ট হারভেস্ট প্রসেস ইঞ্চিনিয়ারিং বিভাগের ফার্ম মেশিনারি ল্যাব পরিদর্শন করেন।

সভায় বারি’র পরিচালক (গবেষণা) ড. মো. তারিকুল ইসলাম, পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. ফেরদৌসী ইসলাম, পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. সোহেলা আক্তার, কৃষি পরিসংখ্যান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আব্দুল মোনায়েম মিয়া, সরেজমিন গবেষণা বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মাজহারুল আনোয়ার ও ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. ফারুক হোসেন, প্রশিক্ষণ ও যোগাযোগ উইংয়ের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্র্তা ড. মো. মিজানুর রহমান এবং সরেজমিন গবেষণা বিভাগের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. তাসলিমা জাহান উপস্থিত ছিলেন।