প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বল্পোন্নত দেশসমূহের পঞ্চম জাতিসঙ্ঘ সম্মেলনে যোগদান শেষে আজ বুধবার ঢাকার উদ্দেশে দোহা ত্যাগ করেছেন।
প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘একটি বিশেষ ভিভিআইপি ফ্লাইট (বিজি-১২৬) স্থানীয় সময় সকাল ৮টার দিকে দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।’
কাতার সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি এবং কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত মো: নজরুল ইসলাম প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানান।
বিমানটি বাংলাদেশ সময় বিকেল ৩টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
এর আগে গত ৪ মার্চ এলডিসি বিষয়ক পঞ্চম জাতিসঙ্ঘ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী দোহা পৌঁছেন।
সূত্র : বাসস