বক্স অফিস কাঁপাতে না পারলেও বর্তমানে ভক্তদের মন কাঁপিয়ে দিচ্ছেন বলিউড অভিনেতা অনন্যা পাণ্ডে। কারণ তিনি তাদের মন ঝড় তুলছেন বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে। প্রেমিকার সঙ্গে সময় কাটাচ্ছেন আবার অন্য কারোর সঙ্গে দেখা যাচ্ছে তাকে।
এদিকে গতকাল সোমবার মধ্য রাতে তেমনি এক ঘটনার মুখোমুখি হন তিনি।
জানা যায়, মধ্য রাতে প্রেমিকাকে নিয়ে গিয়েছেন এক রেস্তোঁরায়। ভেতরে সময় কাটিয়ে যখন বের হন। তখন অনন্যা পাণ্ডের পরনে ব্লু রঙের হাই-নিক বডিকন পোশাক ছিলো তার গায়ে। আর প্রেমিককে একা রেখে কেনো চলে গেলেন সে প্রশ্ন রয়ে গেলো।
রেস্তোরাঁ থেকে বের হলেই পাপারাজ্জিরা ঘিরে ধরেন তাকে। খানিকটা সময় তাদের ক্যামেরার সামনে পোজ দিয়ে গাড়িতে উঠে ওই স্থান ত্যাগ করেন।
এরপর বেরিয়ে আসেন তার কথিত প্রেমিক অভিনেতা আদিত্য রায় কাপুর। অনন্যার মতো তিনিও ক্যামেরার সামনে পোজ দিয়ে গাড়িতে উঠে যান। নেটদুনিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়। এরপর থেকে জোরালো হয়েছে এ জুটির প্রেমের গুঞ্জন। তবে তারা কোনো উত্তর না দিয়ে থাকছেন চুপ।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, মাঝরাতে বান্দ্রার একটি চাইনিজ রেস্তোরাঁ থেকে বের হওয়ার সময় পাপারাজ্জিদের মুখোমুখি হন অনন্যা আর আদিত্য। ফিফা ওয়ার্ল্ডকাপের ফাইনাল দেখতেও একসঙ্গে উড়ে গিয়েছিলেন আদিত্য-অনন্যা। একসঙ্গে হাউজ পার্টিও করেছেন বহুবার। একসঙ্গে একাধিক অনুষ্ঠানেও গিয়েছেন তারা। তবে পরস্পরকে নিয়ে একটি শব্দও উচ্চারণ করেননি এই যুগল।
‘কফি উইথ করন’ অনুষ্ঠানে সঞ্চালক করন জোহর অনন্যাকে প্রশ্ন করেছিলেন, তিনি কি ‘লাইগার’ সিনেমার সহ-অভিনেতা বিজয় দেবেরকোন্ডার সঙ্গে প্রেম করছেন? উত্তরে অনন্যা সরাসরি জানান ‘না’। এরপর করনের মুখে চলে আসে আদিত্য রায় কাপুরের নাম। এ নাম শুনে বেশ কিছুক্ষণ চুপ করে ছিলেন অনন্যা। পরে বলেন, আদিত্য তার ‘ক্রাশ’।
কয়েক দিন আগে রণবীর কাপুরের কথায়ও মিলেছে আদিত্য আর অনন্যার প্রেমের আভাস। আলিয়ার বর মন্তব্য করেছিলেন, ‘‘আমি জানি আদিত্য একজনকে পছন্দ করে, যার নাম ‘এ’ বর্ণ দিয়ে শুরু।’’ রণবীরের এই মন্তব্যের পর সেখানে উপস্থিত সবাই চুপ হয়ে যান। সবাই বেশ বুঝতে পারেন, রণবীর মূলত আদিত্য রায় কাপুর ও অনন্যা পাণ্ডের প্রেমের গুঞ্জনে সীলমোহর দিলেন।
অনন্যা পাণ্ডে অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘লাইগার’। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন বিজয় দেবরকোন্ডা। গত বছরের ২৫ আগস্ট মুক্তি পায় এটি। কিন্তু মুক্তির পর বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে সিনেমাটি।