আগামী ৩১ মে ২০২৩ বুধবার বিশ্ব তামাকমুক্ত দিবস। বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও প্রতিবছর দিবসটি উদযাপন করা হয়। জনসাধারণ এবং নীতিনির্ধারণী পর্যায়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করেছে ‘গ্রো ফুড, নট টোব্যাকো’। বাংলাদেশে দিবসটি উদযাপিত হতে যাচ্ছে ‘তামাক নয়, খাদ্য ফলান’ এই প্রতিপাদ্য নিয়ে। স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন কার্যক্রম চলমান থাকায় এবছর দিবসটির গুরুত্ব অনেক বেশি এবং তথ্যচিত্রটি আইন সংশোধন বিষয়ে জনগণ ও নীতিনির্ধারকদের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরিতে অবদান রাখবে।