বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বারি) “তৈলবীজ ফসলের জাত উন্নয়ন ও উৎপাদন কলাকৌশল” শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার ইনস্টিটিউটের তৈলবীজ গবেষণা কেন্দ্র আয়োজিত এ প্রশিক্ষণ কেন্দ্রের সেমিনার রুমে অনুষ্ঠিত হয়। বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন।

বারি’র পরিচালক (তৈলবীজ গবেষণা কেন্দ্র) ড. মো. তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (সেবা ও সরবরাহ) ড. ফেরদৌসী ইসলাম এবং পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. দিলোয়ার আহমদ চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তৈলবীজ গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড. ফেরদৌসী বেগম। এ প্রশিক্ষণে বারি’র ঊর্ধ্বতন বৈজ্ঞানিক সহকারী এবং বৈজ্ঞানিক সহকারীবৃন্দ অংশগ্রহণ করেন।