ভারতে চলছে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। এ বিশ্বকাপের স্কোয়াডে সদস্য হওয়ার কথা ছিল দেশের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবালেও। তবে নানান ঘটনার পর বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি এ ওপেনারের। এদিকে বিশ্বকাপে এখন পর্যন্ত নিজেদের খেলা সাত ম্যাচের মধ্যে ছয়টিতেই হেরেছে বাংলাদেশ। টানা ছয় হারে বিদায় নিশ্চিত হয়ে গেছে লাল-সবুজের প্রতিনিধিদের।

বুধবার (১ নভেম্বর) সাপ্তাহিক হালনাগাদকৃত র‍্যাঙ্কিংয়ের তালিকা প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। যেখানে ব্যাটারদের তালিকায় দুই ধাপ অবনমন হয়েছে ওপেনার তামিম ইকবালের। বিশ্বকাপ দলে না থাকা তামিম দুই ধাপ পিছিয়ে এখন ৫৪তম (রেটিং পয়েন্ট ৫৩৩) পজিশনে আছেন। অন্যদিকে বাংলাদেশ কাপ্তান সাকিব আল হাসান আছেন ৪৬তম পজিশনে।

অন্যদিকে বিশ্বকাপের পরই টেস্টের সিরিজ খেলতে ঢাকায় পা রাখবে নিউজিল্যান্ড। দীর্ঘদিন খেলার বাইরে থাকা তামিম সেই দলে থাকবেন কি না, সেটা নিয়ে ধোঁয়াশা জেগেছে। গুঞ্জন ওঠে, অবসর ভেঙে ফিরে মাত্র ২ ম্যাচ খেলে আবারও নীরবেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন তামিম। তবে নিজের অবসরের গুঞ্জনে বিস্ময় প্রকাশ করে তামিমের মন্তব্য, অবসর কে বলল? আরে ভাই, আমি নিজেই তো জানি না অবসরের ব্যাপারটা।

এদিকে ব্যাটারদের তালিকায় দুই ধাপ এগিয়েছেন মাহমুদউল্লাহ। ডানহাতি এ ব্যাটার এখন ৫৪৬ রেটিং পয়েন্ট নিয়ে আছেন ৪৯তম অবস্থানে। এ ছাড়া একই সমান রেটিং নিয়ে ৪৮তম স্থানে আছেন অস্ট্রেলিয়ার মিচেল মার্শ।

অন্যদিকে রিয়াদ বাদে বিশ্বকাপ জুড়েই অফফর্মে বাংলাদেশের বাকি ব্যাটাররা। যার প্রভাব পড়েছে র‍্যাঙ্কিংয়েও। ভুলে যাওয়ার মতো বিশ্বকাপ কাটাচ্ছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। এবার ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে চার ধাপ পিছিয়ে ৩১তম পজিশনে নেমে গেছেন। আরেক ফ্লপ ব্যাটার নাজমুল হোসেন শান্ত দুই ধাপ পিছিয়ে আছেন ৭৮তম পজিশনে।

ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। তবে বাজে ফর্মের কারণে হয়তো শীর্ষস্থান শিগগিরই হারাতে পারেন বাবর। দুইয়ে থাকা ভারতীয় তারকা ব্যাটার শুভমান গিল তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন। বাবরের রেটিং পয়েন্ট ৮১৮ আর গিলের ৮১৬।