গাজীপুরে বিএনপি-জামায়াতের ডাকা তৃতীয় দফা অবরোধের প্রথম দিন চলন্ত কাভার্ড ভ্যান থামিয়ে পেট্রোল বোমা ছুঁড়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে ফ্রেস কোম্পানীর ওই পণ্যবাহী কাভার্ড ভ্যানের চালকসহ ৩ জন আহত হয়েছে। বুধবার কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের গলান প্রাইমারী স্কুলের সামনের বাইপাস সড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা, বর্তমান সরকারের পদত্যাগ ও নেতাকর্মীদের মুক্তির দাবিতে বুধবার (৮ অক্টোবর) ভোরে ঢাকা বাইপাস সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে দুর্বৃত্তরা। এসময় গাজীপুরগামী ফ্রেশ কোম্পানীর একটি পণ্যবাহী কাভার্ড ভ্যান ওই সড়কের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের গলান প্রাইমারী স্কুলের সামনে পৌছলে চলন্ত কাভার্ডভ্যানটি থামিয়ে তাতে পেট্রোল বোমা ছুঁড়ে মারে কয়েক দুর্বৃত্ত। এসময় ভ্যানটিতে আগুন ধরে যায়। তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরের মাধ্যমে কালীগঞ্জ ফায়ার সার্ভিসকে জানানো হয়।
কালীগঞ্জ ফায়ার সাভির্স ষ্টেশনের ইনচার্জ মুস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। আগুনে পাবনা জেলার আমিনপুর থানার বসন্তপুর গ্রামের মোহাম্মদ আলীর পুত্র ভ্যান চালক ফজলুর রহমান, মৃত আনসার আলীর পুত্র সহকারী আনোয়ার হোসেন ও রাজবাড়ী থানার রাজবাড়ী গ্রামের মনোরঞ্জনের পুত্র মেকানিক বিপ্রজিৎ দগ্ধ হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উলুখোলা পুলিশ ফাঁড়ির এএসআই মোজাম্মেল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় কাভার্ডভ্যানের চালক, হেলপার ও মেকানিককে উদ্ধার করে। এ বিষয়ে কাউকে আটক করা যায়নি, মামলা প্রক্রিয়াধীন আছে।