কলমে : সাদিয়া আক্তার দীঘি
জেকে বসা এই শীতে খোলা রাস্তায় ঘুমায় যত আর্ত রাতে! নিশিত রাতে জয়গুনের ঘরে এলো নবজাতক জন্মদাত্রী ছিন্নবস্ত্রে বুকে চেপে ঠেকায় ঠান্ডা ঘাতক!
সবার তরে বার-বার কুরআনের আছে আহ্বান অসহায় নিরন্ন শীতার্তের পাশে দাড়ান! কুকুর মানুষ একইসাথে আছে শুয়ে মানুষ পশু শীতে কাপে ঠকঠকিয়ে দুয়ে! একটু ওম পেতে টোকাই, কুকুর জড়িয়ে ঘুমায় উপরে শিশির নিচে পাকা রোডের ঠান্ডায় শুয়ে ঝুমোয়! হায়রে ধনী, বিত্তবৈভবের মালিক তোরা হৃদয় একটু নাই রহম ডবল কম্বল জড়ায় ঘুমাস যারা!
বলেছেন আল্লাহ, তোমার সম্পদে আছে গরীবের হক ছুটে যাও মসজিদ ছুটে যাও মন্দির হৃদয় তোমার ‘না পাক!’ মানবতা মনুষ্যত্ব সম্পন্ন জীবন গড়ো !
তা না হলে মুসলিম নামে মসজিদে না যেয়ে পদ্মায় ডুবে মরো!
একদিন রাতে বের হও পথে দেখো এক লুঙ্গি গায়ে আছে শুয়ে রোডে ঘাটে শিশিরসিক্ত মাঠে বিভূঁইয়ে !
মানুষ নামের হায়ানা তোমরা নামেই মুসলমান এমন শৈত্য প্রবাহে বিলিয়েছো কি একটাকার ও ত্রান ?