নওগাঁর মহাদেবপুরে প্রণোদনায় বেড়েছে সরিষার আবাদ। কৃষি সম্প্রসারন অধিদপ্তর থেকে সরিষা চাষের জন্য কৃষকদেরকে প্রণোদনা দেওয়ায় বিগত বছরগুলোর চেয়ে এ উপজেলায় এবার সরিষা চাষে কৃষকরা বেশি আগ্রহী হয়ে উঠেছেন। এতে এবার এ উপজেলায় গত বছরের চেয়ে প্রায় দ্বিগুন জমিতে সরিষা আবাদ হয়েছে। গত বছর এ উপজেলায় সরিষা আবাদ হয়েছিল ২ হাজার ৬ শ ৯০ হেক্টর জমিতে। এ বছর ৪ হাজার হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ মাত্রা নির্ধারন করা হলেও লক্ষ মাত্রার চেয়ে ১ শ ৫০ হেক্টর বেশি জমিতে সরিষা চাষ হয়েছে। প্রণোদনা পাওয়ায় কৃষকরা এবার ৪ হাজার ১ শ ৫০ হেক্টর জমিতে সরিষার আবাদ করেছেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানাগেছে, সরিষা চাষের জন্য চলতি বছর ১ হাজার ৪ শ ৪০ জন কৃষককে প্রণোদনা দেয়া হয়েছে। প্রতি কৃষক বিনামূল্যে ১ কেজি সরিষা বীজ ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার পেয়েছেন। উপজেলার কয়েকটি মাঠ ঘুরে দেখা গেছে মাঠে মাঠে শোভা পাচ্ছে সরিষার হলুদ ফুল। হদুল ফুলের সমাহারে সেজেছে মাঠের পর মাঠ। প্রণোদনার সার বীজে আবাদ করে লাভের স্বপ্ন দেখছেন সরিষা চাষিরা। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ হুসাইন মোহাম্মদ এরশাদ বলেন, কৃষকদের মাঝে প্রণোদনা দেয়ায় এ উপজেলায় এবার সরিষার আবাদ যেমন বৃদ্ধি পেয়েছে তেমনি অনুকূল আবহাওয়ায় ফলনও ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে।

মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা