বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাট জেলা পুলিশ সুপারের কার্যলয়ে জেলা পুলিশ অপরাধ পর্যালোচনা সভা রবিবার দুপুর দুটায় অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার আবুল হাসনাত খান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। এ সভায় সরকারি আইনগত সহয়তা ও বিকল্প বিরোধ নিষ্পত্তি বিষয়ে বাগেরহাটের জেলা লিগ্যাল এইড অফিসার সহকারী জজ ইব্রাহিম খলিল মুহিম উপস্থাপন করেন । এ সময়ে বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মোঃরাসেলুর রহমান,
৯ টি থানার ওসি, ডিবি, এসবিসহ পুলিশের সকল শাখার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আইন সহায়তা প্রদান আইন পুস্তিকা ও জেলা লিগ্যাল এইড অফিসের লিফলেট বিতরন করা হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তগণ সভায় জানান,জনসাধারণকে অবহিতি করার জন্য তাদের থানা ভবনসমূহের সামনে লিগ্যাল এইড এর ব্যানার স্থাপন করা হয়েছে । সরকারি আইনগত সহায়তা ও বিকল্প বিরোধ নিষ্পত্তির কার্যক্রমে জেলার সকল পুলিশ সদস্যকে আন্তরিকভাবে এগিয়ে আসার জন্য বাগেরহাট জেলার পুলিশ সুপার আবুল হাসনাত মহোদয় নির্দেশনা প্রদান করেন।