নওগাঁর মহাদেবপুরে রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নিয়ম বর্হিভূতভাবে ভর্তি ফি আদায়সহ নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ উঠেছে। এসব অভিযোগের প্রতিকার চেয়ে জেলা ও উপজেলা শিক্ষা অফিসে লিখিত অভিযোগ দিয়েছেন ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকরা। লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ নিয়ম বর্হিভূতভাবে প্রথম শ্রেণীতে ভর্তি হওয়া ছাত্র ছাত্রীদের কাছ থেকে ভর্তি ফি বাবদ ১শ ৫০ টাকা আদায় করেন। ওই বিদ্যালয়ের ২জন শিক্ষার্থীর অভিভাবক তপন কুমার বলেন, সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি ফি ছাড়াই শিক্ষার্থী ভর্তি করানোর নির্দেশনা থাকলেও প্রধান শিক্ষক সে নির্দেশনা অমান্য করে তার সন্তানসহ সব শিক্ষার্থীর কাছ থেকে ভর্তি ফি আদায় করেছেন। আর এ কাজে তাকে ম্যানেজিং কমিটির সভাপতি সত্যেন্দ্রনাথ সরদার, সহকারী শিক্ষক অনুপ কুমার মন্ডল সহযোগীতা করেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া সেসন ফি বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে ১শ টাকা আদায় করলেও সে টাকা শিক্ষার্থীদের কাজে না লাগিয়ে প্রধান শিক্ষক আত্মসাৎ করেন এবং স্কুল ড্রেস প্রদানের নামে নি¤œ মানের কাপড় দিয়ে ৫ শ ৫০ টাকা আদায় করেন বলেও অভিযোগ করা হয়। এ ব্যাপারে প্রধান শিক্ষক আব্দুল মজিদের সাথে যোগাযোগ করা হলে তিনি এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি বিদ্যালয়ে যোগদানের পর থেকে শিক্ষার মান উন্নয়ন ও অবকাঠামো উন্নয়নে অনেক কাজ করেছেন। তার এ কাজে ঈর্ষানীত হয়ে একটি চক্র তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে। উপজেলা শিক্ষা অফিসার সাফিয়া খাতুন অপুর সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।#

আজাদুল ইসলাম, মহাদেবপুর, নওগাঁ সংবাদদাতা