ইরাকের রাজধানী বাগদাদে ইরান-সমর্থিত পপুলার মবিলাইজেশন ফোর্সেসের (পিএমএফ) একটি সামরিক ঘাঁটিতে ‘বিকট বিস্ফোরণ’ ঘটেছে। বাদগাদের দক্ষিণে বেবিলন এলাকায় এই ঘটনা ঘটে। হামলায় অন্তত একজন নিহত এবং ছয়জন আহত হয়েছে বলে জানা গেছে।
সূত্রটি জানায়, পিএমএফের সামরিক ঘাঁটির গোলাবারুদ ডিপোতে বিস্ফোরণটি ঘটে। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।
নিকটস্থ হিলা নগরীল হাসপাতাল সূত্রে জানা গেছে, বিস্ফোরণে পিএমএফের এক যোদ্ধা নিহত এবং ছয়জন আহত হয়েছে।
এর আগে এক বিবৃতিতে বেবিলনের পিএমএফ জানায়, আমেরিকান আগ্রাসন কালসো সামরিক ঘাঁটিতে বোমা হামলা ঘটিয়েছে।
এই বাহিনীটি ইরানের সাথে ঘনিষ্ঠ। তবে সাম্প্রতিক সময়ে ইরাকি কর্তৃপক্ষ একে আনুষ্ঠানিক নিরাপত্তা বাহিনী হিসেবে স্বীকৃতি দিয়েছে।
যুক্তরাষ্ট্রের অস্বীকার
ইরাকে এই হামলাটি যুক্তরাষ্ট্র চালানি বলে দাবি করেছে দেশটি। এক্সে এক পোস্টে ইউএস সেন্ট্রাল কমান্ড জানায়, তার বাহিনী ইরাকি সামরিক ঘাঁটিতে কথিত হামলাটি চালায়নি।
তারা জানায়, মার্কিন বাহিনী হামলাটি চালিয়েছে বলে যে খবর প্রকাশিত হয়েছে তা ‘সত্য নয়।’
সূত্র : আল জাজিরা, সিএনএন এবং অন্যান্য