ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট রোববার দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়ে বলেছেন, হামাসের সাথে বন্দীবিনিময় চুক্তি ও যুদ্ধবিরতির জন্য মিসরীয় প্রস্তাব মেনে নিন।

পাবলিক ব্রডকাস্টার কেএএন জানিয়েছে, গ্যালান্ট দেশটির নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকের সময় বলেছেন, ‘হামাসের সাথে সম্ভাব্য চুক্তিটি গাজায় আটক বন্দীদের ফিরিয়ে আনার একটি সুযোগ তৈরি করবে। সে হিসেবে চুক্তিটি অনুমোদন করা উচিৎ।’ ওই বৈঠকে নেতানিয়াহুকে চুক্তিটি অনুমোদনের জন্য অনুরোধও করেছিলেন তিনি।

বৈঠকে তিনি বলেছেন, ‘আমাদের অবশ্যই বন্দীদের ফিরিয়ে আনতে হবে। চুক্তির ব্যয় বৃদ্ধি এড়াতে আমি এ সম্পর্কে প্রকাশ্যে কিছু বলছি না। তবে এটি অবশ্যই অনুমোদিত হবে।’

বৈঠকে গ্যালান্টকে মন্ত্রিসভার অন্য সদস্যরাও সমর্থন করেছিলেন। কিন্তু নেতানিয়াহু রিজার্ভেশন প্রকাশ করেছিলেন।

সূত্র : আনাদোলু এজেন্সি