বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সাগর ও নদীর পানি ৩ থেকে ৫ ফুট বৃদ্ধি পেয়েছে। ইতোমধ্যে উপকূলে তাণ্ডব শুরু হয়ে গেছে। সকাল থেকে থেমে থেমে বৃষ্টি ও ঝড়োবাতাস বইছে। পটুয়াখালীর কুয়াকাটায় শরীফুল নামে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

পায়রা বন্দরে ১০ নম্বর মহাবিপদ সংকেত জারি করা হয়েছে।

শরীফুল ধুলাসার ইউনিয়নের অনন্তপাড়া গ্রামের আ. রহিমের ছেলে।

রোববার দুপুর ১২টার দিকে বোন ও ফুফুকে আশ্রয় কেন্দ্রে আনতে যাবার পথে উপজেলার ধুলাসার ইউনিয়নের কাউয়ার চর এলাকায় পানির তোড়ে ভেসে যায় শরীফুল ইসলাম (২৭) নামের এক জেলে। দুপুর সোয়া ২টায় স্থানীয়রা আশাখালী এলাকা থেকে তার লাশ উদ্ধার করেছে।

অপরদিকে দুপুর সাড়ে ১২টার দিকে জোয়ারের চাপে চাকামইয়া ইউনিয়নের বটতলা নামক স্থানের বেড়িবাঁধ ৫ থেকে ৭ ফুট ভেঙে পানি প্রবেশ করে ৫টি গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া দুপুরের জোয়ারে উপজেলার বিভিন্ন চরাঞ্চল ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।