চট্টগ্রামের বায়েজিদ এলাকায় নির্মাণাধীন একটি ভবনের দেয়াল ধসে সাইফুল ইসলাম হৃদয় (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বায়েজিদের চন্দ্রনগর কলাবাগান এলাকায় এই ঘটনা ঘটে। নিহত যুবক নির্মাণাধীন ভবনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. কামরুজ্জামান।
তিনি বলেন, আমরা খবর পেয়ে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে তাকে উদ্ধার করি । ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, যতোটুকু জেনেছি নিহত সাইফুল ইসলাম হৃদয় ওই নির্মাণাধীন ভবনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ওই সময়ই দেয়ালটি তার ওপর ধসে পরে।