দু-মাস আগে ‘হেডস অফ স্টেট’ সিরিজের শুটিংয়ে চোট পেয়েছিলেন। ফের একবার শুটিং সেটে রক্তাক্ত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এবার অভিনেত্রী গলায় গুরুতর চোট। শুটিং ফ্লোর থেকেই আহত অবস্থায় ছবি পোস্ট করেছেন প্রিয়াঙ্কা। যেখানে দেখা গেছে, গলায় লম্বা আঁচড়ের দাগ। অভিনেত্রী তার ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের যে আপটেড শেয়ার করেছেন তাতে দেখা গেছে একেবারে কন্ঠনালীর কাছের অংশ চিড়ে গিয়ে রক্তপাত ঘটেছে । ক্যাপশনে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘আমার পেশাগত বিপত্তি’। তিনি হ্যাশট্যাগ দ্য ব্লাফ এবং স্টান্টের মতো শব্দ যোগ করেছেন, যাতে স্পষ্ট ছবির কোনও অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করতে গিয়ে আঘাত পেয়েছেন অভিনেত্রী। অ্যাকশন দৃশ্যে বডি ডবল নয়, নিজেই অধিকাংশ স্টান্ট নিজেই পারফর্ম করেন প্রিয়াঙ্কা । তাঁর কথায়, ‘আমার নিজের শরীরের উপর পূর্ণ আস্থা আছে’।
রুশো ব্রার্দাসের সিরিজ সিটাডেলের ৮০% অ্যাকশন নিজেই করেছিলেন প্রিয়াঙ্কা।
এবার ফ্র্যাঙ্ক ই ফ্লাওয়ারস পরিচালিত, দ্য ব্লাফ-এ নিজেই বেশিরভাগ স্টান্ট করেছেন অভিনেত্রী। ১৯ শতকের ক্যারিবিয়ান প্রেক্ষাপটে সাজানো এই ছবিতে প্রিয়াঙ্কাকে ছবিতে এক প্রাক্তন জলদস্যুর ভূমিকায় দেখা যাবে। পরিবারকে রক্ষা করতে কতদূর যাবেন তিনি? রুশো ব্রাদার্সের ব্যানার এজিবিও স্টুডিও এবং অ্যামাজন এমজিএম স্টুডিও প্রযোজিত এই ছবি ঘিরে উন্মাদনা তুঙ্গে। এই মুহূর্তে হলিউডের বেশ কয়েকটি ছবি নিয়ে ব্যস্ত রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। যার মধ্যে রয়েছে টেক্সট ফর ইউ এবং মেটরিক্স ৪ । তাছাড়াও, স্বামী নিক জোনাসের সঙ্গে নতুন একটি গানের প্রোজেক্টে দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকে। কয়েক দিন আগে এক ফ্যাশন ম্যাগাজিনের শুটেও লন্ডনে গিয়েছিলেন প্রিয়াঙ্কা। এছাড়াও বলিউডের অন্দরে গুঞ্জন রয়েছে, ফারহান আখতারের সঙ্গে ‘জি লে জারা’ নিয়ে নাকি কথা এগিয়েছে প্রিয়াঙ্কার সঙ্গে।
সূত্র: হিন্দুস্থান টাইমস