বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের নতুন সচিব হয়েছেন মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী। সম্প্রতি এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এর আগে পিএসসি সচিব ছিলেন মো. হাসানুজ্জামান কল্লোল।
অবসরে যাচ্ছেন পিএসসির সচিব মো. হাসানুজ্জামান কল্লোল। এই কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিব মো. হাসানুজ্জামান কল্লোলকে অবসর গমনের সুবিধার্থে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে।
আবদুল্লাহ আল মাসুদ চৌধুরীকে সচিব করার প্রজ্ঞাপনে জানানো হয়, তিনি বিসিএস ১১তম ব্যাচের কর্মকর্তা। তিনি ১৯৯৩ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন। তিনি সহকারী প্রধান ও সিনিয়র সহকারী প্রধান পদে পরিকল্পনা কমিশন, সিনিয়র সহকারী প্রধান পদে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়িত জাতীয় পুষ্টি প্রকল্পের কো-অর্ডিনেটর/উপপরিচালক, উপপ্রধান পদে বিদ্যুৎ বিভাগ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগে দায়িত্ব পালন করেন। কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বিজয়করা গ্রামে আবদুল্লাহ আল মাসুদ চৌধুরীর জন্ম।