সরকারের পরিবর্তনে বিএনপি প্রস্তুত বলে দাবি করেছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ শুক্রবার সন্ধ্যায় প্রায় দুই মাস পর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আজ শুক্রবার উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন।

সরকার পতনের এক দফা আন্দোলনকে কেন্দ্র করে প্রায় তিন মাস কারাগারে থাকার পর গত ১৫ ফেব্রুয়ারি জামিনে মুক্ত হন আমির খসরু মাহমুদ চৌধুরী। এরপর গত ২৬ এপ্রিল চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যান বিএনপির অন্যতম এ নীতিনির্ধারক।

বিমানবন্দর সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘সব মানুষের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি না করে মানুষের মৌলিক সমস্যা সমাধান না করে দেশে দেশে ঘুরে চুক্তি করে দেশের লাভ হবে না। দেশের সবগুলো খাতকে পরিকল্পিতভাবে ধ্বংস করে দেওয়া হচ্ছে।’

বিএনপির কমিটি পুনর্গঠন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে দলের স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘দলের রদ-বদলের সঙ্গে আন্দোলনের কোনো সম্পর্ক নাই। দল ও দেশের মানুষ সরকারের পরিবর্তনের জন্য প্রস্তুত আছে।’