ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকা সামিতে রাশিয়ার বিমান হামলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিশাল এলাকা। অন্ধকারে দিন কাটাতে হচ্ছে অন্তত এক লাখ মানুষকে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, হামলার পর বিদ্যুৎ পুনরায় চালুর জন্য কাজ চলছে বলে দেশটির জাতীয় গ্রিড অপারেটর ইউক্রেনারগো বলেছে। বিদ্যুৎ অবকাঠামোতে ক্ষতি ছাড়া এই হামলায় কোনো হতাহতের বা ক্ষতির খবর পাওয়া যায়নি।

২০২২ সালের ২৫ ফেব্রুয়ারি ইউক্রেনে স্থল অভিযান শুরু করে রাশিয়া। দীর্ঘ এই সময়ে দুই পক্ষের প্রচুর সেনা হতাহতের শিকার হয়েছেন। মারা গেছেন অনেক বেসামরিকও। তবে এখনো পর্যন্ত যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। তবে আগের চেয়ে সুবিধাজনক অবস্থানে আছে রাশিয়া।

ইউক্রেনজুড়ে বিদ্যুৎ অবকাঠামোগুলোতে প্রায়ই হামলা চালিয়ে থাকে রাশিয়া। ফলে দেশটির মানুষ ঘণ্টার পর ঘণ্টা ব্ল্যাকআউটে পড়েন। অনেকেই পানি, শীতাতপ নিয়ন্ত্রণ বা জীবন রক্ষাকারী চিকিৎসা সরঞ্জাম পাচ্ছেন না।