পররাষ্ট্রমন্ত্রী ড. হাসান মাহমুদ বলেন, ‘আমাদের পররাষ্ট্রনীতির মূল প্রতিপাদ্য হচ্ছে সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়। বৈশ্বিক প্রেক্ষাপটের বিভক্তি অবশ্যই আমাদের জন্য চ্যালেঞ্জ হলেও আমরা আমাদের নীতিতে অবিচল আছি এবং থাকব। বিভিন্ন দেশের নানা মত থাকে কিন্তু দিনশেষে আমরা সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করব।’
আজ শনিবার সন্ধ্যায় বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও বগুড়া জেলা আওয়ামী লীগের প্রবীণ নেতাদের সবংর্ধনা ও মরোনোত্তর সম্মননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের দেশ এখন রেমিট্যান্স আয়ের ক্ষেত্রে পৃথিবীর যে সমস্ত দেশ উচ্চ আয় করে তাদের মধ্যে একটি। যারা বেশি জনশক্তি রপ্তানি করে সেই দেশগুলোর মধ্যে একটি। কোনো কোনো দেশে কিছু সমস্যা আছে আমরা সেগুলোর দিকে আমরা অবশ্যই নজর দেব, যাতে জনশক্তি শুধুমাত্র সংখ্যায় নয়, দক্ষ জনশক্তি রপ্তানি বৃদ্ধি পায়।’
সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক ও রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা এসএম কামাল হোসেন এমপি, সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু, সংসদ সদস্য সাহাদারা মান্নান, সংসদ সদস্য ডা. মোস্তফা আলম নান্নু ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্লাটিনাম জয়ন্তী উৎযাপন ও বগুড়া জেলা আওয়ামী লীগের প্রবীণ নেতাদের সবংর্ধনা দেওয়া হয়।