চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদকে অবাঞ্ছিত ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদর পৌরসভার মেয়র মোখলেসুর রহমান।
আজ শনিবার সকালে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে এক অনুষ্ঠানে অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন তিনি।
মেয়র বলেন, মন্ত্রণালয়ে একের পর এক ডিও লেটার দিয়ে পৌরসভার উন্নয়নমূলক কাজ বাঁধাগ্রস্ত করে যাচ্ছেন সংসদ সদস্য। পৌরসভার উন্নয়মূলক কাজে বাঁধা দেওয়া থেকে সরে না আসলে, আগামীতে পৌর নাগরিকদের নিয়ে এমপিকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।
এ সময় পৌর মেয়র সদর আসনের এমপিকে মদখোর, মাতাল এবং বিএনপি-জামায়াত থেকে আসা বলে উল্লেখ করে বলেন, ‘পৌরসভার ১২৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্প যাতে বন্ধ হয় এবং মেয়রের হাত দিয়ে যাতে সেই উন্নয়ন না হয় তার জন্য এমপি সংশ্লিষ্ট দপ্তরে একের পর এক ডিও লেটার দিয়েছেন।’
তিনি বলেন, ‘পৌর নাগরিকদের ভাগ্য নিয়ে আপনি ছিনিমিনি খেলবেন না। পৌরসভার মানুষের উন্নয়নে বাঁধা দিবেন না। আপনি আমার উন্নয়নে বাঁধা দিতে পারবেন না। বিগত ১১ বছরে এমপি থেকে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে কিছুই দিতে পারেননি। শুধু পেরেছেন আওয়ামী লীগকে খণ্ড খণ্ড করতে এবং দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছেন। কিন্তু কোন উন্নয়ন করতে পারেননি।’
পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার জিয়াউর রহমান আরমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী তৌফিকুল ইসলাম, প্যানেল মেয়র নাজনীন ফাতেমা জিনিয়া, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিল, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক কামাল ইব্রাহিম রতন, জেলা ছাত্রলীগের সভাপতি ডা. সাইফ জামান আনন্দসহ স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদের সঙ্গে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।