রাজবাড়ী জেলা সদরের আহলাদিপুর এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও চারজন।
আজ শুক্রবার সকাল পৌনে ৯টার সময় রাজবাড়ী সদর উপজেলার আহলাদিপুর টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি কুষ্টিয়া জেলার মোহদিপুর এলাকার ইমরুলের ছেলে শাকিব। তিনি দুর্ঘটনাকবলীত ট্রাকের হেলপার ছিলেন।
স্থানীয়রা জানান, শুক্রবার সকালে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী আমানত শাহ নামে একটি লোকাল বাস রাজবাড়ী সদর উপজেলার আহলাদিপুর টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের সামনে আসলে ঢাকা থেকে আসা সিমেন্ট বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাস ও ট্রাক দুটি সড়কের পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই একজন নিহত ও পাঁচজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও একজন নিহত হন।
রাজবাড়ীর আহলাদিপুর হাইওয়ে থানার উপপরিদর্শক জুয়েল শেখ বলেন, বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন। প্রচুর পরিমাণে বৃষ্টি ও দ্রুত গতির কারণে এই সড়ক দুর্ঘটনা ঘটে থাকতে পারে।