রাওয়ালপিন্ডি টেস্টের শুরুতেই পাকিস্তানের ৩ উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। সেটিই ছিল টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের একমাত্র দাপট। এরপর শুধু শাসনই করে গেছেন পাকিস্তানের ব্যাটাররা। গতকাল প্রথম দিনে সাইম আইয়ুব ফিফটি করে আউট হলেও আজ সেঞ্চুরি তুলে নিয়েছেন মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিল। তাতে প্রথম ইনিংসে ৬ উইকেটে ৪৪৮ তুলে ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ ওভারে বিনা উইকেটে ৮ রানে ব্যাট করছে বাংলাদেশ। পাকিস্তানের থেকে নাজমুল হোসেন শান্তর দল এখনো পিছিয়ে আছে ৪৪০ রানে।

৪ উইকেটে ১৫৮ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে পাকিস্তান। মধ্যাহ্ন বিরাতির আগেই ৪ উইকেটে ২৫৬ রান তোলে পাকিস্তান। আজকে প্রথম সেশনে খেলা হয়েছে ২৯ ওভার। এখান থেকেই ৯৮ রান তুলেছে পাকিস্তান। দিনের দ্বিতীয় সেশনে সেঞ্চুরি তুলে নেন মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিল । ৩১ ম্যাচের ক্যারিয়ারে রিজওয়ানের এটি তৃতীয় সেঞ্চুরি। ১৪৩ বলে ৮ চার ও ২ ছক্কায় এই মাইলফলক স্পর্শ করেন তিনি। এর কিছুক্ষণ পরই সেঞ্চুরি পান চাপের মুখে ব্যাট করতে নামা সৌদ শাকিল। মাত্র ১১ ম্যাচের ক্যারিয়ারে এটি তার তৃতীয় সেঞ্চুরি। এছাড়া ফিফটি করেছেন আরও ৬টি। মাইলফলকে পৌঁছতে ১৯৫ বল খেলেছেন শাকিল।

সৌদ শাকিল ১৪১ রান করে আউট হলেও ধীরে ধীরে ডাবল সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছিলেন রিজওয়ান। তবে তার ব্যক্তিগত মাইলফলকের জন্য অপেক্ষা করেননি পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। দিনের শেষবেলায় বাংলাদেশকে খেলানোর জন্য ৬ উইকেটে ৪৪৮ রান তুলে ইনিংস ঘোষণা করেন তিনি। রিজওয়ান অপরাজিত থাকলেন ২৩৯ বলে ১৭১ রানে। ১১টি চারের সঙ্গে এ উইকেটকিপার-ব্যাটসম্যান মেরেছেন ৩টি ছক্কা। শাহিন শাহ আফ্রিদি অপরাজিত ছিলেন ২৪ বলে ২৯ রানে।

বাংলাদেশের হয়ে দুইটি করে উইকেট পেয়েছেন শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ। রাওয়াল পিন্ডি টেস্টের প্রথম ‍দিনেই এই দুই উইকেট শিকার করেছিলেন তারা। আজ একটি করে উইকেট পেয়েছেন দুই স্পিনার মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসান।