লড়াই করছে বাংলাদেশ। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে ইনিংস। ইতোমধ্যে ছুঁয়েছে তিন অংকের ঘর। ফিফটি পেয়েছেন সাদমান ইসলাম।
তাকে সঙ্গ দিচ্ছেন মুমিনুল হক। তিনিও আছেন ফিফটির পথে। ফলে স্বস্তি নিয়েই মধ্যাহ্নভোজে বাংলাদেশ।
দিনের শুরুটা অবশ্য ভালো হয়নি বাংলাদেশের। সকাল সকাল হারিয়েছে উইকেট। ভেঙেছে টপ অর্ডার, উদ্বোধনী জুটি ভেঙে ফিরেছেন জাকির হাসান। ৩১ রানে প্রথম উইকেটের পতন বাংলাদেশের।
বিনা উইকেটে ২৭ রান নিয়ে তৃতীয় দিনে মাঠে নেমেছিল বাংলাদেশ। তবে চার রান যোগ করতেই জাকির হাসানকে হারাতে হয়। পাকিস্তানের পাহাড়সম রান তাড়ায় যা বড় ধাক্কা। ৫৮ বলে ১২ রান করে নাসিম শাহর শিকার তিনি।
দেখেশুনে খেলার চেষ্টা করছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনে নেমে হাল ধরতে চেয়েছিলেন দলের। তবে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি তিনি, ৪২ বলে ১৬ রানে ধরেন সাজঘরের পথ। খুররম শাহজাদের শিকার তিনি।
৫৩ রানে ২ উইকেট হারানোর পর দলকে টানছেন সাদমান ইসলাম ও মুমিনুল হক। সাচ্ছন্দ্যেই খেলছেন দু’জনে। ফিফটি তুলে নিয়েছেন সাদমান। দু’জনের জুটিতে মধ্যাহ্নভোজের আগ পর্যন্ত এসেছে ১৮৭ বলে ৮১ রান।
প্রথম সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১৩৪ রান। সাদমান ১২৩ বলে ৫৩ ও মুমিনুল ব্যাট করছেন ৬৬ বলে ৪৫ রানে। লিড ভাঙতে টাইগারদের এখনো চাই ৩১৪ রান।
উল্লেখ্য, দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে রাওয়ালপিন্ডিতে টসে হেরে আগে ব্যাট করে পাকিস্তান। প্রথম দিন খানিকটা লড়াই হলেও দ্বিতীয় দিনে একক আধিপত্য ছিল স্বাগতিকদের। ৬ উইকেটে ৪৪৮ রান তুলে ইনিংস ঘোষণা করে তারা।