গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) নবনিযুক্ত পুলিশ কমিশনার খন্দকার মোহাম্মদ রফিকুল ইসলাম বলেছেন, পুলিশ জনগণের জন্য। জনগণের আস্থার জায়গা যদি না থাকে তাহলে পুলিশ, পুলিশিং করতে পারে না। এটা আবারো প্রমাণ হল। বৈষম্যবিরোধী আন্দোলনের পর এবার পুলিশ হাড়ে হাড়ে টের পেয়েছে যে- শুধু ডান্ডা দিয়ে, অস্ত্র দিয়ে, লাঠি দিয়ে বা ক্ষমতা দিয়ে পুলিশিং হয় না। পুলিশিং করতে হবে জনগণের আস্থা অর্জনের মাধ্যমে। এই আস্থা অর্জনের লক্ষ্য নিয়ে আমি কাজ করতে চাই।

পুলিশ কমিশনার আরো জানান, জিএমপি’র সকল পুলিশ সদস্য ইতোমধ্যে কাজে যোগ দিয়েছেন। কিছু সদস্য আহত হয়েছিলেন, তারাও কাজে যোগ দিয়েছেন। তিনি বলেন, আমি কাজ করব, কোন কারুকাজ করব না।
তিনি আরো বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বাসন থানায় হামলার ঘটনা ঘটে। তখন আমাদের কিছু অস্ত্র খোয়া যায়। আমরা খোয়া যাওয়া অস্ত্রগুলো উদ্ধারের চেষ্টা করছি। কিছু অস্ত্র উদ্ধার হয়েছে। কিছু মিসিং রয়েছে। এটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ রয়ে গেছে।

মতবিনিময় সভায় সাংবিাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু, সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপন, সাবেক সভাপতি মোঃ মুজিবুর রহমান, খায়রুল ইসলাম, মাজহারুল ইসলাম মাসুম, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন, সহ সভাপতি মোঃ রেজাউল বারী বাবুল, দেশ রূপান্তরের আমিনুল ইসলাম, আজকের পত্রিকার মো: আসাদুজ্জামান, সমকালের ইজাজ আহমেদ মিলন, সময় টিভির রাজিবুল হাসান, যমুনা টেলিভিশনের পলাশ প্রধান প্রমুখ।

মতবিনিময়কালে অতিরিক্ত পুলিশ কমিশনার জিয়াউল ইসলাম ও আহমার উজ্জামানসহ জিএমপি’র বিভিন্ন জোনের উপ-পুলিশ কমিশনারগণ ও অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।