শীর্ষ স্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি’র সাথে চুক্তি সই করেছে কক্সবাজারের হোটেল রামাদা। সম্প্রতি গুলশানে ব্যাংকের করপোরেট অফিসে প্রতিষ্ঠান দুটি এ চুক্তি স্বাক্ষর করে। চুক্তি অনুযায়ী, প্রাইম ব্যাংকের সকল গ্রাহক কক্সবাজারের হোটেল রামাদায় আকর্ষণীয় সব অফার উপভোগ করতে পারবেন।
প্রাইম ব্যাংক পিএলসি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ চৌধুরী এবং হোটেল রামাদার জেনারেল ম্যানেজার শেভান গুনেরত্নে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এসময় আরও উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংক পিএলসি’র হেড অফ প্রায়োরিটি ব্যাংকিং তামান্না কাদেরী এবং হোটেল রামাদার সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বেনি আমিন সহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।