চাকরি জাতীয়করণের দাবিতে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের আউটসোর্সিং কর্মীরা বিক্ষোভ শুরু করেছেন। তারা রাজধানীর শাহবাগ মোড়ে বিভিন্ন ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে অংশ নিয়েছে। এতে রাজধানীর ব্যস্ততম এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে এ এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
আজ শনিবার সকাল ১০টা থেকে সড়ক অবরোধ করে রেখেছেন আউটসোর্সিং কর্মীরা। সকাল ১০টার দিকে কয়েকশ কর্মচারী শাহবাগে জড়ো হয়ে যান চলাচল বন্ধ করে দেন। এ সময় অনেক যাত্রীকে বাস থেকে নেমে হেঁটে গন্তব্যের উদ্দেশে যেতে দেখা গেছে।
এ বিষয়ে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বলেছেন, ‘আজ সকাল থেকে সরকারি প্রতিষ্ঠানের আউটসোর্সিং কর্মীরা চাকরি জাতীয়করণের দাবিতে শাহবাগ এলাকায় রাস্তা অবরোধ কর্মসূচি পালন করছেন। অবরোধের কারণে শাহবাগ ও এর আশপাশ এলাকায় তীব্র যানজটের সৃষ্ট হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা ঘটনাস্থলে আছি।’