গাজীপুরে শ্রীপুরের এমসি বাজারের পাশের দোকানগুলো থেকে চাঁদা আদায়ের অভিযোগে অহিদ মিয়া নামের সেনাবাহিনীর এক অবসরপ্রাপ্ত সার্জেন্টকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। মঙ্গলবার তাকে শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়।
শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল জানান, শ্রীপুর থানাধীন এমসি বাজারের পাশে বসা দোকানগুলোতে সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়কালে এক ব্যক্তিকে আটক করে স্থানীয় লোকজন। একপর্যায়ে কৌশলে ঘটনাস্থল থেকে সে কৌশলে পালিয়ে যায়। খবর পেয়ে সেনাবাহিনীর একটি টিম স্থানীয় সিসি টিভির ফুটেজ দেখে শনাক্ত করে তাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক অহিদ মিয়া চাঁদা আদায়ের কথা স্বীকার করে জানায়, আর্মি অফিসারের নাম ভাঙ্গিয়ে অহিদ মিয়াকে ওই এম সি বাজার মনিটরিং এর দায়িত্ব দেওয়া হয়েছে বলে ভয়ভীতি দেখিয়ে দোকানগুলো থেকে চাঁদা দাবী ও আদায় করে আসছিল। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।