বাগেরহাট থেকে রুহুল আমিন বাবুঃ বাগেরহাটে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের গুলিতে সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক সজীব তরফদার(৪৬) নিহত হয়েছে। এসময় তার মটরসাইকেলে থাকা কামাল নামে আরো একজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। নিহত সজীব তরফদার সদরের ডেমা ইউনিয়নের সাবেক বিএনপির সভাপতি সিদ্দিক তরফদারের ছেলে।

নিহতের স্বজনরা জানান,মঙ্গলবার (৫ নভেম্বর)  দুপুরে বাগেরহাট জেলা শহর খেকে নিজ  গ্রামের উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে ফিরছিলেন। পথিমধ্যে মির্জাপুর মধ্যপাড়া মসজিদের সামনে এলে প্রথমে দুইটি গুলি করে এরপরে রামদা দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে সজিবের মৃত্যু হয়।

সজিব নিহতে খবর ছড়িয়ে পড়লে সেখানে নেতাকর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকে । দ্রত খুনিদের আইনের আওতায় আনার দাবী জানান তারা।সেনাবাহিনী ও পুলিশ তদন্ত শুরু করেছে। রাতে জেলা বিএনপিও ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সজিব তরফদার হত্যাকাণ্ডের খুনিদের ফাঁসি এবং গ্রেফতারের দাবিতে শহরে f মিছিল করে। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে এসে এক পথ সভায় মিলিত হয়। এসময় বক্তৃতা করেন,  জেলা বিএনপির সমন্বয়ক ও সাবেক সভাপতি এমএ সালাম, জেলা বিএনপি যুগ্ন আহবায়ক ও পিসি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি খাদেম নিয়ামুল নাসির আলাপ, বিএনপি নেতা সৈয়দ নাসির আহমেদ মালেক,হাদিউজ্জামান হিরু, যুবদল নেতা শেখ ওমর আলী মুন্না প্রমুখ।