৮ নভেম্বর বাংলা একাডেমিতে অনুষ্ঠিত হয়ে গেল সারা বাংলা ৯০’স আড্ডা আয়োজিত মাস্টার ভয়েজ -২০২৪ সংগীত প্রতিযোগিতার অনুষ্ঠান। ৫২ জন প্রতিযোগীর মধ্যে, চূরান্তভাবে নির্বাচিত হন ২০ জন প্রতিযোগী। বিচারক মন্ডলী হিসেবে উপস্থিত ছিলেন, দেশের বরেন্য শিল্পী ও বিখ্যাত গায়ক জনাব খুরশিদ আলম।
গুণী শিল্পী ও গবেষক জানার সময় সারভিন এবং ছায়ানট সংগীত নিকেতনের শিক্ষক আই লাভ নুরুল ইসলাম পলাশ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, শাজাহান কবীর লিটন। সহযোগিতায় সারা বাংলা ৯০’স আড্ডার আনিল সদস্যবৃন্দ।
বিনোদনমূলক ও আনন্দপূর্ন গানের প্রতিযোগিতায় এসএসসি ৯০ ব্যাচ এর সারা বাংলাদেশ হতে গায়ক গায়িকারা অংশগ্রহণ করেন। সকলকে ক্রেস্ট প্রদান করে সম্মাননা দেয়া হয়। বিচারক মন্ডলীর রায়ে ৩ জন প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করেন। এওয়ার্ড ও অর্থসম্মাননের মাধ্যমে তাদের পুরস্কৃত করা হয়।
সম্পূর্ণ আয়োজনটি তে সারা বাংলা ৯০ আড্ডা গ্রুপ তাদের মননশীলতার ও সুষ্ঠু সাংস্কৃতিক চর্চার দিক উন্মোচন করেন। অনুষ্ঠানটি বাংলা একাডেমিতে তাই অনুষ্ঠিত হয়। যারা বাংলাদেশ থেকে, ৯০ এর সকল বন্ধু-বান্ধব অংশগ্রহণ করে অনুষ্ঠিানটিকে প্রাণবন্ত ও মিলন মেলায় পরিণত করেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন,প্রধান সমন্বয়ক, ইঞ্জিনিয়ার আসলাম মিয়া ও সমাপনী বক্তব্য দেন এডমিন,
শামসুল রঞ্জন। স্বনামধন্য বিচারক জনাব খুরশিদ আলম, প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
শাজাহান কবীর লিটন এর সভাপতিত্তে সংগীত প্রতিযোগিতার অনুষ্ঠানটির শুভ সমাপ্তি ঘটে।