গাজীপুরে পূর্ব শত্রুতার জেরে এক মুদি ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করেছে সন্ত্রাসীরা। রবিবার বিকেলে মহানগরীর ভারারুল জামতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম- হযরত আলী (৪০)। তিনি মহানগরীর ৩১ নং ওয়ার্ডের মৃত আজিম উদ্দিনের ছেলে।

নিহতের ভাতিজা কাওছার হোসেন মিলন জানান, রবিবার বিকেলে ভারারুল বটতলা এলাকায় নিজের দোকানে যান হযরত আলী। দোকান খোলার কিছুক্ষণ পর পূর্ব শত্রুতার জেরে হযরত আলীর উপর অতর্কিত হামলা চালায় ওই এলাকার মাসুদ দেওয়ান ও তার কয়েক সঙ্গী। এসময় তারা ধারালো অস্ত্র ও ছুরি দিয়ে হযরতের বুকে ও শরীরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা আহতাবস্থায় তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে হযরত আলীকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

জিএমপি’র সদর থানার ওসি মো. আরিফুর রহমান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের লাশ সদর হাসপাতাল মর্গে আছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।