দেশের চলমান পরিস্থিতির মধ্যে নওগাঁ জেলা প্রশাসন দাবি করেছে যে, জেলা প্রশাসন এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত কার্যক্রমে আইন-শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। নওগাঁর জেলা প্রশাসক মো. আব্দুল আউয়াল রোববার (১০ নভেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান।
এসময় জেলা প্রশাসক বলেন, চলমান পরিস্থিতি মোকাবেলায় পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বিজিবি ও আনসারসহ সকল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। তিনি জানান, জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় সবসময় গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি রোধে সকল বাহিনী একযোগে কাজ করছে।
গত দুই মাসে জেলার বিভিন্ন এলাকায় ১৫২টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়, যেখানে ৪১টি মামলায় ৬ লাখ ৫৯ হাজার ৯৫০ টাকা জরিমানা আদায় এবং ১৪০ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সময়ে, সীমান্ত এলাকায় চোরাচালান এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ৩৩১টি অভিযান চালানো হয়, যার মধ্যে ২৩৪ জনকে আটক করা হয় এবং ২ কোটি ৬৭ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়।
বাজার মনিটরিং কার্যক্রমও অব্যাহত রয়েছে, যাতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকে এবং মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকতে পারে। জেলা প্রশাসক আরও জানান, নিষিদ্ধ পলিথিন ব্যবহারের বিরুদ্ধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে এবং ১৭টি মামলা করে ১৫ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এছাড়াও, নওগাঁ শহরের যানজট পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন অনিবন্ধিত অটোরিক্সা ও থ্রি হুইলার নিবন্ধনের জন্য পদক্ষেপ গ্রহণ করেছে এবং শীঘ্রই শহরে এসব যানবাহনের প্রবেশ নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।
নওগাঁ জেলা প্রশাসক আরও বলেন, এবছরের শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন হয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক কারণে দায়েরকৃত হয়রানিমূলক মামলাগুলোর প্রত্যাহারের বিষয়ে কার্যক্রম চলমান রয়েছে। এছাড়াও, শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা ফিরিয়ে আনা হয়েছে এবং শ্রেণীকক্ষে পাঠদান অব্যাহত রেখেছে প্রশাসন।
জেলা প্রশাসক উল্লেখ করেন, যেসব স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর জনপ্রতিনিধিরা অনুপস্থিত, সেসব প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগ দিয়ে সেগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, যাতে জনগণ তাদের কাঙ্ক্ষিত সেবা পেতে পারে।
এভাবে নওগাঁ জেলা প্রশাসন আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে, এবং ভবিষ্যতেও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য প্রশাসনকে আরও তৎপর থাকার নির্দেশনা দেয়া হয়েছে।
মোঃ খালেদ বিন ফিরোজ
নওগাঁ প্রতিনিধি