বন্ধুকে এয়ারপোর্টে পৌছে দিয়ে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মসজিদের ইমামসহ এক প্রাইভেটকারের আরোহী তিন বন্ধু নিহত ও একজন আহত হয়েছেন। রবিবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোর্ডঘর এলাকায় শিলাবৃষ্টি পাম্পের পাশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- টাঙ্গাইলের মধুপুর থানার চাকন্দ বাড়ি এলাকার সৈয়দ আলীর ছেলে স্থানীয় মসজিদের ইমাম মোসলেম উদ্দিন (৩০), একই এলাকার সবুর মিয়ার ছেলে নাসির উদ্দিন (৩২) এবং একই জেলার সখিপুর থানার আলভী এলাকার সেকান্দর আলীর ছেলে জুয়েল মিয়া (৩২)।

হাইওয়ের নাওজোর থানার এসআই শহীদুল ইসলাম জানান, রবিবার ভোররাতে বিদেশগামী এক বন্ধুকে ঢাকার এয়ারপোর্টে পৌছে দিয়ে একটি প্রাইভেটকার যোগে বাড়ি ফিরছিলেন চার বন্ধু। পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার বোর্ডঘর এলাকায় শিলা বৃষ্টি পাম্পের পাশে ইউটার্ণ নেয়ার সময় বিপরীতদিক থেকে আসা একটি বাসের সঙ্গে প্রাইভেটকারটির সংঘর্ষ হয়। এতে কারটি দুমড়ে মুচড়ে যায় এবং আরোহী একজন ঘটনাস্থলেই নিহত হন নাসির। পুলিশ ও স্থানীয়রা আহত অন্যদের হাসপাতালে নেয়ার পথে অপর দুইজন মোসলেম ও জুয়েল মারা যান। গুরুতর আহত আজিজুল হককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ দুইটি জব্দ করেছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।