জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের শহীদ ২৫ শিক্ষার্থী পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে ওই আর্থিক সহায়তা দেয়া হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, সাধারণ সম্পাদক সারজিস আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর মো. লুৎফর রহমান।
জাতীয় বিশ^বিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মো. মোস্তাফিজুর রহমান জানান, অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শহীদ ২৫ পরিবারের প্রত্যেককে ৩ লাখ টাকার করে চেক এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে ৫ লাখ টাকা করে চেক প্রদান করা হয়।