নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কোনো নেতাকর্মীকে প্রকাশ্য দেখলে তাকে আটক করে পুলিশে খবর দিতে বললেন লালমনিরহাটের পুলিশ সুপার (এসপি) তরিকুল ইসলাম। গতকাল মঙ্গলবার বিকেলে জেলার হাতীবান্ধা থানায় ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘দেশ নিয়ে অনেক যড়ষন্ত্র হচ্ছে, আমাদের সতর্ক থাকতে হবে। পুলিশের পক্ষে একাই সব মোকাবিলা করা সম্ভব নয়। নতুন বাংলাদেশের চেতনায় বিশ্বাসী সবাইকে সাথে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।’

‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন হাতীবান্ধা উপজেলা বিএনপির আহ্বায়ক মোশারফ হোসেন, জামায়াতে ইসলামীর আমির হাসেন আলী, সাংবাদিক আসাদুজ্জামান সাজু, টংভাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান সাতা, গোতামারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল, জামায়াতে ইসলামীর উপজেলা সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।

এর আগে সকালে জেলার পাটগ্রাম থানায় ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মাদক, জুয়া, নারী নির্যাতন, চাঁদাবাজীসহ নানা বিষয়ে কথা বলেন বক্তারা।