আমার ভাইয়ের রক্তে কেনা গণ অভ্যুত্থানের নতুন এই স্বাধীনতা আপনারা যেকোন মূল্যে ধরে রাখবেন। এই বিজয়কে ছিনিয়ে নিতে ষড়যন্ত্র হচ্ছে, এই বিপ্লব পরাজিত হলে আমরা সবাই পরাজিত হয়ে যাব।
২০২৪ সালে জুলাই- আগস্টে ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে তাঁদের পরিবারের উপস্থিতিতে এক স্মরণ সভায় অশ্রুসিক্ত নয়নে এসব কথা বলেন আন্দোলনে শহীদ পরিবারের সদস্য ও আন্দোলনে আহতরা। মঙ্গলবার গাজীপুর জেলা প্রশাসন এ সভার আয়োজন করে।
গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীনের সভাপতিত্বে ও সহকারি কমিশনার মোঃ হাসিবুর রহমানের সঞ্চালনায় জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য রাখেন,গাজীপুরের সিভিল সার্জন ডা. মাহমুদা আকতার,গাজীপুর উপ পুলিশ কমিশনার রিয়াজ উদ্দিন আহমেদ, শহীদ ছামিউ আমানূরের পিতা আমান উল্লাহ, শহীদ শাকিলের পিতা বেলায়েত হোসেন, শহীদ সানজিদ ইসলাম মৃধার বোন মোসাঃ মোস্তাকিমা কবির, আন্দোলনে আহত নাবিল, আব্দুল্লাহ আল মামুন, ফয়সাল, আহত বিএনপি নেত্রী শাহনাজ আকতার শাহেরা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নিশাদ আহমেদ, আশরাফুল প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ মোদাচ্ছের হোসেন, স্থানীয় সরকার উপ পরিচালক ওয়াহিদ হোসেন, গাজীপুর জেলা জামায়াতের আমীর ড. জাহাঙ্গীর আলম,গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক জামাল উদ্দিন, নায়েবে আমীর মোঃ খায়রুল হাসান, মাওলানা শেফাউল হক, গাসিক’র সাবেক কাউন্সিলর হাসান আজমল ভূইয়া, হেফাজত নেতা মুফতি নাসির উদ্দিন খান, গাজীপুরের শহীদ পরিবার সদস্যবৃন্দ ও আন্দোলনে আহতসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে শহীদ পরিবার ও আহদের জন্যে বিশেষ মোনাজাত করা হয়।