শেখ পরিবারের গাল-গল্প পাঠ্যপুস্তুকে ঔষধ বলে খাওয়ানো হয়েছে বলে মন্তব্য করেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিএনপির চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন।

তিনি আরও বলেন, পাঠ্যক্রমে যে ধরনের পরিবর্তন আনা হয়েছে, যা বাংলাদেশের প্রেক্ষাপটে কর্তৃত্ববাদী শাসন ও পারিবারিক ইতিহাসের শিক্ষা দেওয়ার অপচেষ্টা করেছে আওয়ামী লীগ।

শনিবার বিকেল সাড়ে ৪টায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রাণীগঞ্জ মহিলা কলেজ মাঠে উপজেলা বিএনপির সভাপতি শাহ শামীম চৌধুরীর সভাপতিত্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সহকারী শিক্ষক, মসজিদের ইমাম, মোয়াজ্জেম ও সকল এতিমখানার মোহতামিম ও ব্যবসায়ীদের সাথে সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এসময় তিনি সংস্কারের প্রয়োজন আছে বলেও মনে করেন। পারিবারিক ইতিহাসকে বই বানিয়ে বাংলাদেশের মানুষকে ঔষধ বলে খাওয়ানো হয়েছে। কোনো লাভ হয়নি, দিন শেষ হওয়ার আগেই তারা পালিয়ে গেছে। ভবিষ্যতকে মানুষকে যদি ইচ্ছের বিরুদ্ধে গিয়ে আপনার নিজের মতো করে গড়ার চেষ্টা করেন, মানুষের আশা আকাঙ্খা পূরণে ব্যর্থ হন; তাহলে জনগণ শেষ বিচারেও আপনাদের পাশে থাকবে না। যেমনটি আওয়ামী লীগ করেছে।

উপস্থিত ছিলেন- দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহম্মেদ কচি, জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান রাজা, ঘোড়াঘাট উপজেলা বিএনপির সভাপতি শাহ শামীম চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া,ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, হাকিমপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হোসেন,হাকিমপুর পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আরমান হোসেন, বোয়ালদাড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর ইসলামসহ আরো অনেকে।

সুধী সমাবেশে ১৩ জুলাই ২০২৩ তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামত ৩১ দফা তুলে ধরে কথাও বলেন, ডা এজেডএম জাহিদ হোসেন।

এর আগে সকাল ১১টায় নবাবগঞ্জে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, মসজিদের ইমাম, মোয়াজ্জিন ও এতিমখানার মুহতামিমদের সঙ্গে সুধী সমাবেশে ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, ঐক্যের কোন বিকল্প নাই। নিজেদের মধ্যে যত কোন্দলই থাকুক না কেন, জাতীয় ইস্যুতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।