বাগেরহাট থেকে রুহুল আমিন বাবুঃ বাগেরহাটে বসবাসরত স্কুল ও কলেজ জীবনে বন্ধুদের নিয়ে গঠিত সংগঠন বন্ধু সৃতি ফাউন্ডেশনের উদ্যোগে গৃতীত কর্মসূচির অংশ হিসেবে প্রয়াত মেরিন ইঞ্জিনিয়ার মোঃ শাহারুল হক জয়ের রুহের মাগফেরাত কামনা করে দোয়া সহ কবর জিয়ারত করা হয়েছে। শুক্রবার আসর নামাজ বাদ উওরা ৪ নং সেক্টর জামে মসজিদে নামাজ শেষে মুসল্লী ও বন্ধু সৃতি ফাউন্ডেশনের সদস্যরা এই দোয়া মোনাজাতে অংশ নেয়। দোয়া মোনাজাত শেষে বন্ধু সৃতি ফাউন্ডেশনের সদস্যরা উওরা ৪ নং সেক্টর কবর স্থানে প্রয়াত মেরিন ইঞ্জিনিয়ার মোঃ শাহারুল হক জয়ের কবরের পাশে গিয়ে সম্মিলিতভাবে কবর জিয়ারত করেন।এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন,আরিফ, আলাপ,ফুন,মুকিত,হাছিব,বেনজির, লনি,সুমন,শাহিন, ভাইপো পলাশ,এমদাদ,তুফান,বেল্লাল,পিন্টু,বাদশা,রনি ও পলাশ।কবর জিয়ারত শেষে সবাই পরপারে সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে চলে যাওয়া বন্ধু মেরিন ইঞ্জিনিয়ার মোঃ শাহারুল হক জয়ের বাসায় পরিবারের স্ত্রী ও সন্তানদের সাথে দেখা করে খোঁজখবর নেন। বন্ধু সৃতি ফাউন্ডেশনের সদস্যরা এ সময় আজীব জয়ের পরিবারের পাশে থাকার অঙ্গীকার করেন। আগামী ১৩ ডিসেম্বর শুক্রবার বাগেরহাটে গৃহিত কর্মসূচির অংশ হিসেবে এতিমখানা এতিমদের খাবার সরবর এবং সন্ধ্যায় বাগেরহাট শিল্পকলা একাডেমী মিলনায়তনে বন্ধুর স্মৃতিচারণে স্মরণ সভা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, ৯ নভেম্বর রাতে সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে না ফেরার দেশে চলে যান মেরিন ইঞ্জিনিয়ার মোঃ শাহারুল হক জয়।