হত্যাসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তারকৃত মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণকে আদালতে তোলা হয়েছে। এ সময় উৎসুক ক্ষুব্ধ জনতা কিরণের ওপর ও তাকে বহনকারী পুলিশের প্রিজনভ্যানে পঁচা ডিম, টমেটো, ঝাড়– ও জুতা নিক্ষেপ করেছে। এসময় তার ফাঁসির দাবিতেও বিক্ষোভ করে তারা। রবিবার গাজীপুরের আদালত এলাকায় এ ঘটনা ঘটে।

রবিবার সকালে গাজীপুর মহানগর ম্যাজিস্ট্রেট আদালত-৫ এ হাজির করা হয় আসাদুর রহমান কিরণকে। পরে আদালতের বিচারক ইকবাল হাসান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গাজীপুর আদালতের পরিদর্শক আহসান উল্লাহ চৌধুরী বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিরীহ ছাত্র-জনতার ওপর গুলি ও হত্যাসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা ৯টি মামলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলাগুলো গাজীপুর মহানগরীর বাসন, কাশিমপুর, কোনাবাড়ি, সদর থানা ও রাজধানীর উত্তরা থানায় দায়ের করা হয়। রবিবার গ্রেপ্তারকৃত কিরণকে গাজীপুর মহানগর ম্যাজিস্ট্রেট আদালত-৫ এ হাজির করা হয়। পরে আদালতের বিচারক ইকবাল হাসান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, কিরণকে গাজীপুরের আদালতে হাজির করার খবর মুহুর্তেই ছড়িয়ে পড়লে বিক্ষুদ্ধ লোকজন আদালত এলাকার হাজতখানার আশপাশে জড়ো হতে থাকে। তাকে আদালতে হাজিরার পর হাজতখানায় নেয়া হয়। পরে কারাগারে নেয়ার জন্য হাজতখানা থেকে প্রিজনভ্যানে তোলার সময় বিক্ষুব্ধ জনতা পুলিশের বাঁধাকে উপেক্ষা করে কিরণের মাথায় থাপ্পড় দেয় এবং তাকে লক্ষ্য করে পঁচা ডিম, টমেটো ও জুতা নিক্ষেপ করে। তারা প্রিজনভ্যানে ঝাড়– দিয়ে আঘাত করে। এসময় তারা ‘খুনি কিরণের ফাঁসি চাই’ বলে শ্লোগান দেয়। এসময় পুলিশ নিরাপত্তাজনিত কারণে দ্রুত তাকে প্রিজনভ্যানে উঠিয়ে কারাগারের উদ্দেশ্যে আদালত এলাকা ত্যাগ করে।

উল্লেখ্য, গত ১৮ নভেম্বর রাতে অবৈধপথে ভারতে পালিয়ে যাওয়ার সময় আসাদুর রহমান কিরণকে যশোরের শার্শা উপজেলার শিকারপুর সীমান্ত এলাকা হতে আটক করে বিজিবি’র সদস্যরা। তিনি গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি। গাজীপুর সিটির নির্বাচনে তিনি একাধিকবার ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হন। সিটির দুই মেয়াদে ৫ বছরের অধিক সময় তিনি গাসিকের ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্বও পালন করেন।

এরমধ্যে ২০১৩ সালের গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র অধ্যাপক এমএ মান্নান কারাগারে থাকাকালীন আড়াই বছর এবং পরবর্তীতে ২০২১ সালে মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করার পর ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন আসাদুর রহমান কিরণ। তারা বিরুদ্ধে নানা অনিয়ম- দূর্নীতি ও ভূমি দখল করার অভিযোগ রয়েছে। এ ছাড়াও বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের উপর বিভিন্ন সময় হামলা-মামলার পেছনে তার ইন্দন হাত রয়েছে বলে অভিযোগ রয়েছে।