গাজীপুরে কালীগঞ্জের দুধর্ষ সন্ত্রাসী ও মাদক সম্রাট বিএনপির কর্মী শাকিল মোল্লাকে (৩৪) শ্বশুর বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বালুয়াভিটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শাকিল মোল্লা কালীগঞ্জ থানাধীন জামালপুর ইউনিয়নের কলাপটুয়া এলাকার করিম মোল্লার ছেলে। তার বিরুদ্ধে হত্যা, মাদক, অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে ১১টি মামলা রয়েছে।
কালীগঞ্জ থানার ওসি মোঃ আলাউদ্দিন জানান, কালীগঞ্জের অবৈধ অস্ত্রধারীদের তালিকার শীর্ষে রয়েছে শাকিল মোল্লার নাম। শীর্ষ সন্ত্রাসী ও মাদক সম্রাট হিসেবে পরিচিত শাকিল মোল্লা দীর্ঘদিন পলাতক ছিল। গত ৫ আগস্ট ক্ষমতার পালা বদলের পর এলাকায় ফিরে এসে পূনঃরায় এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসা শুরু করে সে। গত মঙ্গলবার রাতে একটি চোরাই পিকআপ ছিনিয়ে তার আস্তানায় নিয়ে যায় শাকিল মোল্লা। পরে বুধবার ওই পিকআপ উদ্ধারে যায় পুলিশ। সে সময় স্থানীয় কতিপয় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে পুলিশকে বাঁধা দেয় শাকিল বাহিনী। সোমবার রাতে তার বাড়িতে পুলিশের অভিযানের সময় পালিয়ে যায় শাকিল মোল্লা। অবশেষে মঙ্গলবার সকাল ১০টার দিকে তার শ্বশুর বাড়ি বালুয়াভিটা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে হত্যা, মাদক, অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে ১১টি মামলা রয়েছে।