ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল থেকে বাঁচতে বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছেন লাখ লাখ মানুষ।এই সুযোগ কিছু মানুষ ফাঁকা বাড়িতে চুরি ও লুট করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে পুলিশ। তাই আইন-শৃঙ্খলা রক্ষায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
গত মঙ্গলবার ছড়িয়ে পড়া লস অ্যাঞ্জেলেসে দাবানলের আগুনে পুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাত জনে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, আগেই পাঁচজন মারা গেছিলেন। আরও দুইজনের মৃত্যু হয়েছে। প্রচুর বাড়ি-সহ ১০ হাজারের বেশি কাঠামো আগুনে পুড়ে গেছে। সবচেয়ে বেশি কাঠামো পুড়েছে প্যালিসেডে। সেখানে প্রচুর বাড়ি-সহ পাঁচ হাজার ৩০০ কাঠামো হয় পুরোপুরি বা আংশিকভাবে পুড়ে গেছে। ইটনে পুড়েছে পাঁচ হাজার কাঠামো।
ক্যালিফোর্নিয়ার গভর্নর জানিয়েছেন, ‘এত ভয়াবহ পরিস্থিতির সুযোগ নেওয়া খুবই দুঃখজনক। এই ধরনের লুট কোনোভাবে সহ্য করা হবে না। ‘