রাজবাড়ীর পদ্মা নদীতে জেলের বড়শিতে ধরা পড়া ১৬ কেজি ওজনের একটি বোয়াল অর্ধলাখ টাকায় বিক্রি হয়েছে। আজ শনিবার সকালে পদ্মা নদীর গোয়ালন্দ উপজেলার কুশাহাটা এলাকায় মাছটি ধরা পড়ে।

স্থানীয়রা জানান, স্থানীয় জেলে মিরাজ হলদার শনিবার সকালে পদ্মা নদীর গোয়ালন্দের কুশাহাটা অংশে হাজাড়ি বড়শি দিয়ে মাছ ধরছিলেন। এ সময় তার বড়শিতে বিশাল একটি বোয়াল মাছ ধরা পড়ে। পরে এটি ওজন দিয়ে দেখা যায় ১৬ কেজি। মাছটি দৌলতদিয়ার কেসমত মোল্লার আড়তে নিয়ে আসলে এক নজর দেখতে ভিড় করে উৎসুক জনতা। মাছটি উম্মুক্ত নিলামে ৩ হাজার ১০০ টাকা কেজি দরে ৪৯ হাজার ৬০০ টাকায় কিনে নেন চাঁদনী এন্ড আরিফা মৎস্য আড়তের মালিক চাঁন্দু মোল্লা।

চাঁদনী এন্ড আরিফা মৎস্য আড়তের মালিক চাঁন্দু মোল্লা বলেন, মাছটি কিনে নেওয়ার পর মুন্সিগঞ্জের এক প্রবাসীর কাছে মোট ৫০ হাজার ৪০০ টাকায় বিক্রি করা হয়েছে।